চান্দিনার ভার্তা প্রতিনিধি
জোয়াগের কাগজ নামক ফেইক আইডি দিয়ে কতকয়েকদিন যাবত জোয়াগ ইউনিয়নের সম্মানিত ব্যাক্তিদের কে নিয়ে অপপ্রচার করছে যা নাকি মানহানিকর অনৈতিক প্রতি হিংসাপরায়ণ। এই নিয়ে জোয়াগ ইউনিয়নের আওয়ামীলীগ সম্মানিত সভাপতি আবুল কালাম আজাদ ও নবনির্বাচিত চেয়্যারমান জোয়াগ মেহেদি হাসান তালুকদার ও সম্মানিত সম্পাদক চান্দিনার সময় ও এম্ভিশন নিউজ অনলাইন পোর্টাল পএিকা জনাব ওমর ফারুক। যুবলীগ সভাপতি জুয়েল মুন্সী ও বাবু রতন পাল সহকারী শিক্ষক কোইলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়। ও কুমিল্লা উত্তর জেলা চাএলীগের সহ সভাপতি সাঈদুর রহমান সাঈদ। তাদের সাথে যোগাযোগ করা হইলে সবাই বলেন এসব অপশক্তি নৌকা বিরুদ্ধে কাজ করেছে গত ইউপি নির্বাচনে তাদের কে সনাক্তকরণ প্রকরিয়া চলছে ইতিমধ্যে চান্দিনা থানায় অভিযোগ করে জিডি করা হয়েছে এবং আরও বিকল্প ব্যাবস্থা দেখা হচ্ছে । ইতিমধ্যে পুরুষকার ঘোষনা করছে যে সনাক্ত করে তথ্য দিতে পারবে তাদের কে উপযুক্ত সম্মানিত করা হবে। তারা আরও বলেন এসব অপপ্রচার অপশক্তিদের হুশিয়ারি করে দিয়ে বলেন সময় থাকতে সাধু সাধন হও নতুবা তোমার এমন হাল ঠিক রাজাকারের মত হবে। সম্মানিত সম্পাদক ওমর ফারুকের বিরদ্ধে অপপ্রচারের করায় তীব্র প্রতিবাদ করেন চান্দিনা বার্তা ।
Saturday, 25 February 2017
ছাত্রলীগের কমিটি নিয়ে চান্দিনায় তোলপাড়ঃ অবশেষে সত্যি হলো চান্দিনার বার্তার নিউজ
চান্দিনার বার্তায় আশরাফ আউট প্রান গোপাল ইন নিউজ প্রকাশিত হবার পর সমগ্র চান্দিনায় সাড়া পড়ে যায়। অনেকে এর সত্যতা সর্ম্পকে জানতে চান আবার অনেকে গুজব বলে উড়িয়ে দেন। তবে সম্প্রতি উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে সৃষ্ট আলোচনায় সবাই নড়েচড়ে বসেছেন। জেলা ছাত্রলীগ মহিউদ্দিন কে সভাপতি ও আবু কাউসারকে সাধারন সম্পাদক করে উপজেলা এবং মোজাম্মেলকে সভাপতি ও কাজী অভি কে সাধারন সম্পাদক করে পৌর ছাত্রলীগের কমিটি ঘোষনা করে। এতে তীব্র প্রতিক্রিয়া দেখান সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ এমপি ও তার পুত্র মুনতাকিম আশরাফ টিটু। জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক ও সাধারন সম্পাদক ফরহাদ হোসেন ফকির ও ছাত্রলীগের উপর এমপির অনভিপ্রেত সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ফেসবুকে। এমতাবস্থায় জেলা ছাত্রলীগের প্যাডে পাল্টা একটি কমিটি সুপারিশ করেন এমপি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইয়ুব অালী ও সাধারন সম্পাদক তপন কুমার বকসী। এ সুপারিশকেই কমিটি হিসাবে প্রচার করছে ছাত্রলীগের একাংশ। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি অহিদুর রহমান জয় সহ অনেক ছাত্রলীগ নেতা এটা নিয়া বিষেদাগার করেন। জেলা ছাত্রলীগের প্যাড ছাপিয়ে এভাবে সুপারিশ করতে পারেন কিনা এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেন নি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারন সম্পাদক। রানিং এমপিকে পাশ কাটিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা এবং এমপির পাল্টা কমিটি ঘোষনাকে সবাই আলী আশরাফের দেউলিয়াত্বের বহিপ্রকাশ হিসাবে বিবেচনা করছে। আগামী সংসদ নির্বাচনে যে আলী আশরাফ মনোনয়ন পাচ্ছেন না সেই হিসাব ছাত্রলীগের কমিটির পরপরই সবাই শুরু করে দিয়েছে। আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ও সেরকমই ইঙ্গিত দেন তার সাম্প্রতিক চান্দিনা সফরে। তিনি বলেন জনগনের গ্রহনযোগ্যতা হারিয়েছেন এমন কাউকে নমিনেশন দেওয়া হবে না আর।
Friday, 24 February 2017
চান্দিনা আওয়ামীলীগের গর্ব ডাঃ প্রাণ গোপাল দও,,:চান্দিনার বার্তা: সেয়ার করে জানিয়ে দিন
আশিক চান্দিনা প্রতিনিধি :
শত জল্পনা কল্পনার পরে গঠিত হলো চান্দিনা ছাএলীগের কমিটি,,সভাপতি মহিউদ্দিন,সাধারন সম্পাদক কাউসার আলম,,চান্দিনার এই নতুন কমিটির কাছে ভালো কিছু আশা করেন ডাঃ প্রাণ গোপাল দও,,এবং এই কমিটির নেপথ্যে ছিলেন তিনি,,,যার কারনের চান্দিনা ছাএলীগ এমন ভালো একটি কমিটি গঠিত করতে পেরেছেন,,কুমিল্লা উওরজেলা ছাএলীগের সভাপতি অনিক জানায় তার হাতে গঠিত সেরা কমিটি হয়েছে চান্দিনা ছাএলীগের কমিটি,,এদিকে এই কমিটির গোর বিরোধিতা করে আসছেন এম পির ছেলে মুনতাকিম আশরাফ টিটু,,এবং চান্দিনা ছাএলীগের সভাপতি আশাবাদী চিলেন নজরুল ইসলাম সুমন নামে এরেকজন,,তাই গত কাল চান্দিনায় এ নিয়ে অনেক মারামারিও হয়েছে চান্দিনায়, মহিউদ্দিন গ্রুপ এবং নজরুল গ্রুপ,,,অবিশেষ মার খেয়ে পালিয়ে গেলেন নজরুল গ্রুপ,,চান্দিনা ছাএলীগের নবগঠিত কমিটির সবাইকে অভিন্দন জানীয়েছেন ডাঃ প্রাণ গোপাল দও,,এবং সামনে এগিয়ে যাওয়ার সকল সহযোগিতা করবেন বলেও আশা দিয়েছেন নতুন এই কমিটিকে,, ডাঃ প্রান গোপালকে পাল্টা শুভেচ্ছা জানান নবগঠিত সভাপতি ও সাধারন সম্পাদক,,
চান্দিনায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা: চান্দিনার বার্তা: সেয়ার করে জানিয়ে দিন
আশিক চান্দিনাঃ ত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. আবু কাউসার অনিক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবগঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ৪ মে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক ও সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চান্দিনা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিলুপ্ত হওয়ার ৯ মাস পর চান্দিনা উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী মো. মহিউদ্দিনকে সভাপতি ও আবু কাউসারকে সাধারণ সম্পাদক করে উপজলা এবং মো. মোজাম্মেল হককে সভাপতি ও কাজী ইয়াছিন আহমেদ অভীকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করেছে জেলা ছাত্রলীগ। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টায় কুমিল্লা উ
জানা গেছে, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবগঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ৪ মে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক ও সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চান্দিনা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিলুপ্ত হওয়ার ৯ মাস পর চান্দিনা উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী মো. মহিউদ্দিনকে সভাপতি ও আবু কাউসারকে সাধারণ সম্পাদক করে উপজলা এবং মো. মোজাম্মেল হককে সভাপতি ও কাজী ইয়াছিন আহমেদ অভীকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করেছে জেলা ছাত্রলীগ। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টায় কুমিল্লা উ
Wednesday, 22 February 2017
চান্দিনার পশ্চিম বেলাশ্বরে দেহ ব্যবসার অভিযোগে আটক ৭:চান্দিনার বার্তা: সেয়ার করে জানিয়ে দিন
চান্দিনায় পতিতাবৃত্তি ও মানব পাচার এর অভিযোগে ৭ জনকে আটক করে চান্দিনা
থানা পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে
এস.আই.মাইনউদ্দিন ও স্বপন কুমার দাস এর নেতৃত্বে উপজেলা সদরের পৌর এলাকার
পশ্চিম বেলাশ্বর গ্রামের মৃত তোরাব আলীর ছেলে বিল্লাল শেখ এর বাড়ী থেকে
তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন মহারং গ্রামের মো.আবু তাহের এর ছেলে মো.
নুরুল ইসলাম (৩০), কেরনখাল গ্রামের
মোহাম্মদ আলীর মেয়ে ও জহির মিয়ার স্ত্রী কাজল (৩০), মৃত হাসেম আলীর ছেলে
মো. লিটন (২২), বুড়িচং উপজেলার শাহদৌলতপুর ইউনিয়ন এর ঢাকলা পাড়া গ্রামের
মো. হাছান আলীর মেয়ে হনুফা (২৪), নাজিরাবাজার এর মো. আল আমিন সরকার এর মেয়ে
সুমাইয়া সরকার (১৮), দেবিদ্বার থানার আসাদনগর গ্রামের মো. মান্নান ভুইয়ার
মেয়ে নাসরিন ওরফে রেখা (৩৫), বি-বাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার
ভুরভুরিয়ার গ্রামের হোসেন মোল্লার মেয়ে কবিতা (২৫) কে আটক করে চান্দিনা
থানা পুলিশ।
এস.আই মাইনউদ্দিন জানান এ ব্যাপারে অভিযুক্ত পলাতক আসামী বিল্লাল শেখ (৩৭)সহ আট জনের বিরুদ্ধে গণ মানব পাচার প্রতিরোধ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিল্লাল শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এস.আই মাইনউদ্দিন জানান এ ব্যাপারে অভিযুক্ত পলাতক আসামী বিল্লাল শেখ (৩৭)সহ আট জনের বিরুদ্ধে গণ মানব পাচার প্রতিরোধ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিল্লাল শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Subscribe to:
Comments (Atom)




