চান্দিনার রাজনিতিতে নতুন নেতার আবির্ভাব, ডাঃ প্রাণ গোপাল দও যিনি মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ডাঃ এবং বঙ্গবন্দু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দুইবারের ভিসি,হটাত করে রাজনিতির মাঠে নেমে চমকে দিলেন পুরো কুমিল্লা জেলাকেই,চান্দিনার ৯৫% আওয়ামীপন্থী লোকই তাকে সমর্থনন করে এবং এক হয়ে তাকে এমপি বানাতে সকল প্রকারের পস্তুতি চালাচ্ছে,কারন ডাঃ প্রাণ গোপাল দও সৎ এবং ভালো একজন লোক,তার রাজনিতির এমন চমক দেখে চান্দিনায় বার বার দল পালটানো একজন অভদ্র রাজনিতিবিদ, ভুয়া ড, রেদোয়ান আহাম্মেদ বিভিন্নদিক দিয়ে অপপ্রচার করে যাচ্ছেন,এবং ডাঃ প্রাণ গোপাল দওকে উস্কানি মূলক কথা বলে অপমানিত করার চেষ্টা করছেন,দূরনিতিবাজ বলেও আখ্যায়িত করেছেন,ভুয়া ড,রেদোয়ান সাহেব চান্দিনার মানুষ জানে ২০০৪ সালে দুর্নিতির কারনে আপনাকে দল থেকে বহিষ্কার করেছে খালেদা জিয়া,যদিও। তিনি নিজে একজন দুর্নিবাজ, এবং এখনো জিয়া অরফানেজ টাষ্ট মামলায় জেল হাজতেই আছেন,আপনি ভুলে যাবেন না চান্দিনায় আপনার টাইম নাই,
Wednesday, 16 May 2018
Monday, 14 May 2018
আপনার জন্য কি না করেছিল কিন্তু প্রতিদানে কি দিয়েছেন।কাজী পাপন ফেসবুকে
আপনার জন্য কি না করেছিল কিন্তু প্রতিদানে কি দিয়েছেন।পৌর নির্বাচনে একজন
পাতি হাঁসের কাজে কৌশলে পরাজয় বরন করতে বাধ্য করেছেন সুষ্ঠ ভোটের হিসেবে
ফলাফল ১৩২ ভোটে ফেল।আপনার বসার জায়গা করে দিয়েছিল গ্রামের মানুষের জমি
একওয়ার করে নিজের সিংহভাগ জমি দান করে বিনিময়ে পেয়েছেন এলাকার মানুষের কাছ
থেকে গালি , শত্রুতা আর আপনার কাছ থেকে অবমূল্যায়ন। এমনকি যেই প্রতিষ্ঠান
গড়েছেন সেখানে নিজের নাম না দিয়ে আপনার নাম দিয়ে আপনার অবস্থান পাকা পোক্ত
করে গিয়েছেন তারপরেও অদ্যবধি সেই লোকটির নাম ভুলেও একবার নেননি
কোথাও উক্ত প্রতিষ্ঠানেও তার নাম রাখলেন না।কোনদিন কোন সভা সেমিনারে,কিংবা
মিলাদ করেও তাকে স্মরন করলেন না।কি দোষ ছিল তার কি এমন হতো যদি আপনি তাকে
স্মরন করতেন। যেই ব্যক্তি সারা জিবন নিজেকে আপনার কর্মী বলে পরিচয় দিতো
আপনাকে সবার উপরে রাখতো তাকে আপনি আপনার প্রতিদ্বন্ধি হিসেবে দেখেছেন তার
মৃত্যুর পরেও। আজকে আপনার রাজনীতি হুমকির মুখে কারন ইতিহাস সবসময় সাক্ষী
থাকে চান্দিনার সাধারন জনগন সবই জানে এখন শুধু সময়ের অপেক্ষা।
Sunday, 13 May 2018
আওয়ামীলীগে যোগ দিচ্ছেন চান্দিনা পৌর যুবদল নেতা হাজী নুরুল ইসলাম।চান্দিনার বার্তা:সেয়ার করে জানিয়ে দিন
আওয়ামীলীগে যোগ দিচ্ছেন পৌর যুবদলের সাধারন সম্পাদক, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী নুরুল ইসলাম ওরফে হাজী নুরু। কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রয়াত সভাপতি খোরশেদ আলমের ক্যাডার হিসাবে ব্যাপক সমাদৃত যুবদল নেতা হাজী নুরুল ইসলাম। মাঝখানে এলডিপির মহাসচিব সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদের সাথেও সম্পর্ক গড়ে তুলেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদল যুগ্ম সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন বশিরের সাথে ও কিছুদিন ভুমিকা পালন করেন। পরবর্তীতে পুনরায় খোরশেদ শিবিরে ফিরে যান বিতর্কিত এ যুবনেতা। খোরশেদ আলমের মৃত্যুর পর তিনি অনেকটা অভিভাবক শুন্য হয়ে পরেন। অতি সম্প্রতি তিনি চান্দিনার আওয়ামীপন্থী এক তরুন ব্যববসায়ীর মধ্যস্থতায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্তের সাথে তার ঢাকাস্থ অফিসে সাক্ষাত করেন। সাক্ষাতে তিনি ভবিষ্যতে চান্দিনার রাজনীতিতে অধ্যাপক ডাঃ প্রান গোপাল দত্তের সাথে কাজ করার প্রয়াস ব্যক্ত করেন। খুব শীঘ্রই তিনি তার লোকবল নিয়ে প্রান গোপালের সাথে যোগ দিবেন।
Subscribe to:
Posts (Atom)