Friday, 12 January 2018

নৌকার মাঝি না হয় নৌকার যাত্রী হবো  । চান্দিনার বার্তা:সেয়ার করে জানিয়ে দিন

জননেত্রী শেখ হাসিনা যদি চান তাহলে আমি নৌকার মাঝি হয়ে আপনাদের সাথে থাকবো আর যদি তিনি না চান তাহলে আমি নৌকার যাত্রী হয়েই আপনাদের পাশে থাকবো। আমি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির পদে আছি, দলকে যেহেতু ভালবাসি সেহেতু আমি দলের হয়েই কাজ করবো।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত কুমিল্লার চান্দিনা উপজেলায় গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন সভা-সমাবেশে এমনটাই ইঙ্গিত দিচ্ছেন।
জীবনের বাকি দিনগুলো চান্দিনাবাসীর সেবক হয়ে থাকতে চাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করেছেন একাধিক সভায়।
গত বছরের সেপ্টেম্বরে কুমিল্লার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. প্রাণ গোপাল চান্দিনা উপজেলায় রাজনীতি করার ঘোষণা দেন।ওই সময় তিনি চান্দিনা উপজেলা আওয়ামীলীগ এবং উপজেলার রাস্তাঘাট নিয়ে কথা বলতে গিয়ে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফকে নিয়ে কটূক্তি করেন। পরে আলী আশরাফ এমপিও অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে জামায়াতের লোক বলে আখ্যা দেন। তারপর থেকে চান্দিনাবাসীর মনে এই দুজনকে নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার ঝড় সৃষ্টি হয়। প্রকাশ্যে রাজনীতি শুরু করেন ডা. প্রাণ গোপাল দত্ত। চান্দিনায় উপজেলা আওয়ামীলীগের গুটি কয়েক আওয়ামী নেতাকর্মীদের নিয়ে মাঠে নামেন। নিজের সমর্থক বাড়ানোর দিকে বেশ মনোযোগী হন। উপজেলার পৌরসভা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়নে কর্মসূচীতে অংশগ্রহণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলের ব্যানারে নির্বাচন করার মত প্রকাশ করেন।
গত বছরের ৩ নভেম্বর উপজেলার মহিচাইলে জাতীয় জেল হত্যা দিবসে ডা. প্রাণ গোপাল দত্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগকে পুন:নির্বাচিত করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা  অব্যাহত রাখতে হবে।
নেত্রী যদি আমাকে নৌকার প্রতীক উপহার দিয়ে চান্দিনায় পাঠান তাহলে চিকিৎসা সেবার পাশাপাশি  চান্দিনার সর্বস্তরের জনগণের সেবা করে যেতে চাই।

Wednesday, 10 January 2018

চান্দিনায় শহীদ জিয়াউর রহমান কলেজে রেদোয়ান আহমেদ এর জন্মদিন পালন। চান্দিনার বার্তা:সেয়ার করে জানিয়ে দিন

চান্দিনা মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ এর প্রতিষ্ঠাতা এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ এর ৬৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কাটেন প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। রবিবার (৭) জানুয়ারি দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় ড. রেদোয়ান আহমেদ এর বর্ণাঢ্য জীবনী তুলে ধরে বক্তৃতা করেন শহীদ জিয়াউর রহমান কলেজ অধ্যক্ষ মো. আতিকুর রহমান। তিনি বলেন- ‘ড. রেদোয়ান আহ্মেদ চান্দিনায় বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যেখানে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পড়ালেখা করে দেশের জন্য কাজ করার সুযোগ পাচ্ছে।’
কলেজের সহযোগী অধ্যাপক মো. আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড. রেদোয়ান আহমেদ এর সহধর্মিনী ও কলেজ এর আজীবন দাতা সদস্য মিসেস মমতাজ আহ্মেদ, ছেলে সুলতান মঈন আহমেদ রবিন, চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ অধ্যক্ষ মো. আবুল কাশেম, এলডিপি নেতা লোকমান হোসেন শাহজাহান। এসময় কলেজের পরিচালনা পর্ষদ সদস্য, ড. রেদোয়ান আহমেদ এর পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চান্দিনার ছায়কোটে যুবলীগের পরিচিতি সভা  । চান্দিনার বার্তা:সেয়ার করে জানিয়ে দিন

চান্দিনা (কুমিল্লা)
চান্দিনায় পৌর যুবলীগের ৭নং ওয়ার্ড শাখার পরিচিতি সভা বুধবার (১০ জানুয়ারি) বিকালে ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক কমিশনার মো. আবদুল জলিল। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা যুবলীগ আহবায়ক মো. জহিরুল ইসলাম মুন্সি, পৌর যুবলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর মো. আবদুস ছালাম, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা পৌর যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু মুসা জনি, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মো. নাঈম, দপ্তর সম্পাদক মো. মামুন, ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি খোকন দাস, যুবলীগ নেতা মো. রবিউল প্রমুখ। অনুষ্ঠানে ওয়ার্ড পর্যায়ে যুবলীগকে আরও শক্তিশালী করতে নবগঠিত কমিটির সদস্যদের প্রতি আহবান জানান অতিথিবৃন্দ।