Thursday, 1 June 2017

আর কত রক্ত চায় চান্দিনা ৯ নং মাইজখার ইউনিয়নের আওয়ামীলীগ:চান্দিনার বার্তা:সেয়ার করে জানিয়ে দিন

চান্দিনা আওয়ামীলীগ এর রাজনীতিতে চলছে রক্তের হোলি খেলা।খুন জখমের মহোৎসবে আধিপত্ত আর গ্রুপিং এর রাজনীতিতে অতিষ্ঠ উপজেলাবাসী যেন বাস করছে এক আতংকের রাজনৈতিক জনপদে।আর কত রক্ত আর কত মায়ের কোল খালি হলে থামবে এই অপরাজনীতি???কেন্দ্রীয় নেতারা এবার একটু নজর দিন।চান্দিনা উপজেলার ৯ নং মাইজখার ইউনিয়নে আওয়ামীলীগ এর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ দীর্ঘদিনের।কিন্তু পবিত্র রমজান মাসের ইফতারের সময় ও থেমে নেই তাদের নৈরাজ্য।দুই গ্রুপের দ্বন্দে।প্রতিদিনই ওই ইউনিয়নে বিশেষ করে পানিপাড়া গ্রামে সংঘর্ষ অব্যাহত রয়েছে।যার শিকার হচ্ছে এলাকার সাধারণ মানুষ।কেন্দ্রীয় নেতৃবৃন্দ চান্দিনা কে নিয়ে ভাবার সময় এসেছে।এই খেলা দেখতে থাকলে আরো রক্ত ঝড়বে,তাই এখন ই বন্ধ করুন।কুমিল্লা চান্দিনায় আঃলীগের আন্তঃদ্বন্দ্ব আতংকিত জনপদ,দৈনিক ঘটছে খুন খারাপি।চান্দিনা ইউ পি আঃলীগে গ্রুপিং দ্বন্দ্বের বলি হচ্ছে আঃলীগের কর্মী ও এলাকার সাধারণ জনগন।আঃলীগের পয়সাওয়ালা নব্য হাইব্রিড নেতাদের দ্বারা নির্যাতিত সাধারণ প্রকৃত কর্মীরা.........

No comments:

Post a Comment