Sunday, 21 May 2017

চান্দিনা আওয়ামীলীগ এর উপদেষ্টা সাবেক চেয়ারম্যান উপর সন্ত্রাসী হামলা;চান্দিনার বার্তা:সেয়ার করে জানিয়ে দিন


চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. মনির হোসেন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এসময় তাকে এলোপাতারী কুপিয়ে হত্যার চেষ্টা করে। রোববার (২১ মে) বিকাল সোয়া ৫টায় পানিপাড়া গ্রামের জুম্মন মিয়ার বাড়ির সামনে ওই ঘটনা ঘটে। আহত মো. মনির হোসেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য।
এদিকে এলাকায় ওই খবর ছড়িয়ে পড়লে মনির হোসেন চেয়ারম্যানের ক্ষুব্ধ সমর্থকরা পানিপাড়া নতুন বাংলা বাজারে প্রতিপক্ষের কয়েকটি দোকান-পাট ভাঙচুর করে। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনদের সূত্রে জানাযায়, রোববার বিকেলে পানিপাড়া নতুন বাংলা বাজার থেকে কেনাকাটা করে পানিপাড়ায় তার গ্রামের বাড়িতে যাওয়ার পথে ওই গ্রামের জুম্মন মিয়ার বাড়ির সামনে দুর্বৃত্তরা দা, ছেনি নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তদের কুপে তার মাথা, পা, হাতসহ শরীরের অনেকস্থানে মারাত্মক ক্ষত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ডা. মো. জাহাঙ্গীর আলম তার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন চার্জ মো. নাছির উদ্দিন মৃধা জানান, ‘হামলার বিষয়ে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মাইজখার ইউনিয়নে আওয়ামীলীগ এর দুটি গ্রুপ সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মো. জামাল উদ্দিন এর সমর্থক। তার উপর হামলাকারী দুর্বৃত্তরা মাইজখার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান এর সমর্থক বলে জানাগেছে।

No comments:

Post a Comment