Tuesday, 10 January 2017

চান্দিনায় যুবদল-ছাত্রদলের কমিটি নিয়ে দৌড়ঝাঁপ

স্টাফ রিপোর্টার:চান্দিনা উপজেলা ও পৌর যুবদল এবং উপজেলা ও পৌর ছাত্রদল এর কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। ফলে কমিটি পুনর্গঠনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। কমিটিতে পদ-পদবি পেতে স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ ও দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছেন পদ প্রত্যাশীরা। নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আগ্রহীরা ঈদের পর কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলমের সাথে সমর্থকদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন। মতবিনিময় করেছেন অনেকেই। আবার কেউ কেউ কৌশলে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়ে নেতার মন যোগানোর চেষ্টা করেছেন।
দলীয় সূত্রে জানাযায়, কমিটি ভেঙ্গে দেওয়ার সম্ভাবনা নেই। কমিটি পুনর্গঠনের দিকেই আগুচ্ছে দলগুলো। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দৌড়ঝাঁপ ও জোড় লবিং চালিয়ে যাচ্ছেন বেশির ভাগ পদ প্রত্যাশীরা। উপজেলা যুবদলের সভাপতি পদে গুঞ্জন শোনা যাচ্ছে- উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি মো. কাইয়ুম খান, উপজেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম খোকন এর। সাধারণ সম্পাদক পদে প্রত্যাশী রয়েছেন- যুবদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আশরাফ, সাবেক ছাত্রনেতা মো. শরীফুজ্জামান।
পৌর যুবদলে সভাপতি পদ প্রত্যাশী রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক চান্দিনা পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলমের ভ্রাতুষ্পুত্র ডা. সাইফুল্লাহ্ বাপ্পী। সাধারণ সম্পাদক পদে পৌর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনসহ একাধিক প্রার্থী রয়েছেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রয়েছেন- বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম বাবর, ছাত্রদল নেতা মো. এরশাদুল হক, মো. মহসিন, বরকইট ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. মাজহারুল ইসলাম। সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী- বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ছাত্রদল নেতা এস. এম রেজাউল করিম। পৌর ছাত্রদলের সভাপতি পদে গুঞ্জন শোনা যাচ্ছে- বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ পিয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফজলুল ছাত্তার। সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী রয়েছেন- ছাত্রদল নেতহা মো. শরীফুল ইসলাম সরকার, মো. সজীব মুন্সী। অন্যান্য পদেও একাধিক প্রার্থী রয়েছেন। ফলে সম্মেলনের তারিখ নির্ধারণের আশায় রয়েছেন দলীয় নেতা-কর্মীরা।
এদিকে, উপজেলা ও পৌরসভার কমিটিগুলো গঠনের আগে ইউনিয়ন কমিটিগুলোর সম্মেলনও অনুষ্ঠিত হবে। সেখানেও পদ পেতে একাধিক প্রার্থী রয়েছে বলে দলীয় সূত্রে জানাগেছে।
এব্যাপারে চান্দিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, কমিটি গুলোর মেয়াদোত্তীর্ণ হয়েছে। পদ প্রত্যাশীদের মাঝে প্রাণ চাঞ্চল্য লক্ষ করছি। কেন্দ্রীয় নির্দেশনা পেলে খুব শীঘ্রই সম্মেলনের তারিখ নির্ধারণ করে নতুন কমিটি গঠন সম্পন্ন হবে।

No comments:

Post a Comment